ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
৬৬১

১৪ ঘণ্টার ব্যবধানে ফের রক্তাক্ত যুক্তরাষ্ট্র, নিহত ৯

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৮ ৪ আগস্ট ২০১৯  

এবার যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
ডব্লিউএইচআইও টিভির বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, ওরেগনে নেড পেপারস বারে এ হামলা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজ ও ছবিতে দেখা যায়, ওই বারের বাইরে জরুরি সেবার গাড়ি এবং চিকিৎসকেরা অবস্থান করছেন।

ডেটন পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় রাত ১ টা ২২ নাগাদ এ হামলা হয়।
মিয়ামি ভ্যালি হাসপাতালের মুখপাত্র জানান, সেখানে আহত ১৬ জনকে ভর্তি করা হয়েছে। কিন্তু তাদের অবস্থা কেমন তা জানাননি।
খবরে বলা হয়, হামলাকারী দুইজনের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আরেকজন পালিয়ে গেছেন। তাকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
এর আগে মার্কিন মূলুকের টেক্সাসে বন্দুকধারীর হামলায় ২০ জন নিহত হয়েছেন। ওই দিন এল পাসো শহরে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ২৬ জন। এর কয়েক ঘণ্টার মধ্যে দ্বিতীয় হামলা হলো।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর