ঢাকা, ২৮ জানুয়ারি বুধবার, ২০২৬ || ১৫ মাঘ ১৪৩২
good-food
৪৩

এই নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩৮ ২৮ জানুয়ারি ২০২৬  

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচনে কোনও পক্ষ নেয় না যুক্তরাষ্ট্র সরকার। নির্বাচনের ফলাফল বাংলাদেশি জনগণের ওপর নির্ভর করে। কেবল তারাই সিদ্ধান্ত নেয়।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, “বাংলাদেশি জনগণ যে সরকারকে তাদের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করবে, আমরা ভবিষ্যতে তার সঙ্গে কাজ করতে প্রস্তুত।”

ইসি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েই এই বৈঠক হয়। এতে সিইসির সঙ্গে ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া মার্কিন প্রতিনিধি দলে ছিলেন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কথা বলার জন্য আমি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করলাম। খুব ভালো একটা বৈঠক শেষ করেছি। তিনি আমাকে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার যেসব নীতি, প্রস্তুতি ও পদ্ধতি গ্রহণ করছে, সেসব সম্পর্কে অনেক কিছু ব্যাখ্যা করেছেন।” 

তিনি বলেন, “আগেই বলেছিলাম, আসন্ন নির্বাচনগুলো নিয়ে আমি খুবই উত্তেজিত। তাদের জন্য এবং সেই নির্বাচনের ফলাফলের জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি।” 

মার্কিন রাষ্ট্রদূত বলেন, “গত সপ্তাহে আমি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলাম। আমাকে বলেছিলেন, তিনি আশা করেন নির্বাচনের দিনটি উৎসবমুখর হবে। আমিও সেই আশা করি।”

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, “আমি মনে করি, এটি উৎসবমুখর নির্বাচনের দিন হবে। যেখানে বাংলাদেশি জনগণ নিজেদের প্রকাশ করতে পারবে। একটি সফল নির্বাচন হবে।”

তিনি আরও বলেন, “প্রধান নির্বাচন কমিশনার আমার সঙ্গে যে তথ্য ভাগ করেছেন তাতে আমি খুব ভালো বোধ করছি। আপনাদের সবার মতো আমিও ১২ ফেব্রুয়ারির ফলাফল দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর