ঢাকা, ০৯ মে শুক্রবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food
১৬৩

কোয়ার্টারে কবে, কখন, কে কার মুখোমুখি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৪ ৭ ডিসেম্বর ২০২২  

দেখতে দেখতে মাঝপথে চলে এসেছে কাতার বিশ্বকাপ। প্রথম রাউন্ড শেষে দ্বিতীয় পর্বের খেলাও শেষ হয়ে হয়েছে। রাউন্ড সিক্সটিন থেকে আট দল পেয়েছে কোয়ার্টার ফাইনালের টিকিট।


মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে পর্তুগাল-সুইজারল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হয়েছে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। আগামী ৯ ডিসেম্বর শুরু হবে শীর্ষ আট দলের যুদ্ধ। এবার চলুন একনজরে দেখে নিই কবে, কখন, কে কার মোকাবিলা করবে।  

 

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি :—

৯ ডিসেম্বর : ব্রাজিল—ক্রোয়েশিয়া, রাত ৯টা, দোহা

৯ ডিসেম্বর : আর্জেন্টিনা—নেদারল্যান্ডস, রাত ১টা, লুসাইল

 

১০ ডিসেম্বর : মরক্কো—পতুর্গাল, রাত ৯টা, দোহা

১০ ডিসেম্বর : ইংল্যান্ড—ফ্রান্স, রাত ১টা, আল খোর

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর