ঢাকা, ০৯ মে শুক্রবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food
১৮৫

কোয়ার্টারে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, কবে কখন কোথায় এ লড়াই

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪৭ ৬ ডিসেম্বর ২০২২  

নকআউট পর্বে সাউথ কোরিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে দারুণ জয় ছিনিয়ে আনে নেইমারের দল।

 

ম্যাচ শুরুর মাত্র সাত মিনিটে ভিনিসিউস জুনিয়রের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। এরপর ২৯ মিনিটে রিচার্লিসন এবং ৩৬ মিনিটে লুকাস পাকেতার গোলে প্রথমার্ধ শেষ করে সেলেসাওরা।

 

দ্বিতীয়ার্ধে কোরিয়ার পাইক সিউং হো একটি গোল শোধ করলেও জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এদিকে, গতরাতের অন্য ম্যাচে টাই-ব্রেকারে জাপানের বিপক্ষে জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া। কাতারের আল-জানুব স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের ৪৩ মিনিটের মাথায় জাপানি ফরোয়ার্ড ডেইজেন মাইডার দুরন্ত গোলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল।

 

দ্বিতীয়ার্ধে গোল করে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোলের দেখা না পাওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। এদিকে টাইব্রেকার জাপানের গোল করার প্রচেষ্টা ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক।

 

অতিরিক্ত সময়েও আক্রমণ পাল্টা-আক্রমণে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। অভিজ্ঞতায় এগিয়ে থাকা কোয়েশিয়া টাই-ব্রেকারে তিনটি গোল ঠেকাতে করতে সক্ষম হয়। অন্যদিকে একটি মাত্র গোল বাঁচাতে পারে জাপান। ফলে চূড়ান্তভাবে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে এশিয়ার জায়ান্ট জাপান।

 

ফলে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়াকে লড়তে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে। শুক্রবার (৯ ডিসেম্বর) দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এর মানে ক্রোয়াট বাধা টপকে সেমিফাইনালে যেতে হবে ব্রাজিলকে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর