ঢাকা, ০৯ মে শুক্রবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food
১৪৮

কোয়ার্টারে উঠে মেসি জানালেন, যে ৪ দল বিশ্বকাপ জিততে পারে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:০৫ ৫ ডিসেম্বর ২০২২  

দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এরপরই চলতি বিশ্বকাপে ৪ ফেভারিট বেছে নিয়েছেন দলটির প্রাণভোমরা লিওনেল মেসি।


বিশ্বের প্রভাবশালী ক্রীড়াভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩ ডিসেম্বর) রাউন্ড সিক্সটিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ আটে খেলা নিশ্চিত করে আর্জেন্টিনা।  


এ খেলায় মেসির গোল কোয়ার্টারে জয়ের ব্যাপারে আশা জাগাচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। যেখানের তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

 

ম্যাচ শেষে গণমাধ্যমকে মেসি বলেন, এবার শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা আছে আর্জেন্টিনার। আকাশি নীল-সাদা জার্সিধারীরা ফুটবলের পাওয়ারহাউস। সবসময় ট্রফির দাবিদার আলবিসেলেস্তেরা। তবে এটা মাঠে আমাদের প্রমাণ করতে হবে। যেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছি। 

 

সেসময় ৩৫ বছর বয়সী সুপারস্টারের কাছে ২০২২ আসরে ফেভারিট অন্য দলগুলোর নাম জানতে চাওয়া হয়। পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ব্রাজিল খুব ভালো করছে। যদিও তারা ক্যামেরুনের কাছে হেরেছে। তবে তাদের হেক্সা মিশন সফল হতে পারে। 

 

আর্জেন্টনাইন অধিনায়ক বলেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সও ভালো করছে। এদিকে জাপানের কাছে হেরেছে স্পেন। তবে স্প্যানিশরাও দুর্দান্ত খেলছে। ম্যাচে ফ্রান্স ও স্পেনের কাছ থেকে বল কেড়ে নেয়া কঠিন হচ্ছে। তারা দীর্ঘসময় তা নিয়ন্ত্রণে রাখতে পারছে। সুতরাং তাদের হারানো কঠিন হবে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর