ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৩ ভাদ্র ১৪৩২
good-food
৪২৭

খোলামেলা পোশাক পরায় দুবাইয়ে আটক উরফি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০২ ২০ ডিসেম্বর ২০২২  

শোবিজ দুনিয়ার পরিচিত নাম উরফি জাভেদ। পোশাকের কারণে বেশি চর্চায় থাকেন। শিরোনামে তার ফ্যাশন সেন্স সবসময়ই জায়গা করে নেয়। নেট দুনিয়ায় তারকার পোশাকের স্টাইলের তারিফ করেন। কেউ কেউ আবার মজা করেন। পোশাকের কারণে ট্রোলও হতে হয় প্রতিনিয়ত। এবার খোলামেলা পোশাকের কারণে তাকে আটক করল দুবাই পুলিশ।

 

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত সোমবার উরফিকে আটক করে দুবাইয়ের পুলিশ। বেশ কিছুদিন হলো সেখানে ট্যুরে গেছেন এই মডেল অভিনেত্রী। তার এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, বানানো একটি পোশাক পরে ইনস্টাগ্রামের জন্য শুট করছিলেন উরফি, যা দুবাই পুলিশের মতে একটু বেশিই খোলামেলা।  

 

সেই পোশাক নিয়ে অবশ্য দুবাই পুলিশের আপত্তি নেই। তাদের আপত্তি যে জায়গায় উরফি এই পোশাক পরে শুট করছিলেন, সেটি একটি ওপেন এরিয়া। সেখানে ওই পোশাক পরা বা শুট করার অনুমতি নেই।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর