ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
২৩০

গুঞ্জন রটালে আইনি ব্যবস্থা নেবেন পূজা চেরী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪৯ ১২ অক্টোবর ২০২২  

শাকিব খান ও শবনম ইয়াসমিন বুবলীর বিয়ে, ছেলে, সংসার ও বিচ্ছেদ নিয়ে সরগরম ঢালিউড। এরই মধ্যে কিং খানের সঙ্গে সম্পর্কে নাম উঠে আসছে হালের ক্রেজ পূজা চেরীর। তবে এ নিয়ে সবাইকে হুঁশিয়ার করে দিয়েছেন উঠতি অভিনেত্রী। সাফ জানিয়ে দিয়েছেন, তার নামে গুঞ্জন ছড়ালে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেবেন তিনি।

 

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক হ্যান্ডেলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পূজা। তিনি লিখেছেন, যারা আমাকে নিয়ে মিথ্যা গুঞ্জন ছড়াচ্ছেন, তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজ করছেন! কোনো রকম সত্য-মিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যা গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি, দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিয়ে বাধ্য হবো।কারণ, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি। সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক।

 

ক্যারিয়ারে কিছু খারাপ মানুষ প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেছেন পূজা। তিনি বলেন, ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সু-অভিনেত্রী হওয়ার। সেই স্বপ্নপূরণে আমি একটু একটু এগিয়ে যাচ্ছি। অল্প দিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আপন করে নিয়েছে, এতে করে জীবনের শেষদিন পর্যন্ত এই কাজটাই করে যেতে চেয়েছি।

 

হালের ক্রেজ বলেন, চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাধা দেয়ার চেষ্টা করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চলার পথ থামিয়ে দেয়ার চেষ্টা করছে। কিন্তু এসবে পাত্তা না দিয়ে আমি সবসময় কাজে মনোযোগী হয়েছি।

 

এসব বন্ধ করার আহ্বান জানিয়ে পূজা বলেন, আমাকে যারা ভালোবাসেন, তাদের মনে কোনো নেতিবাচক ধারণার তৈরি হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। ব্যক্তিগতভাবেও বিষয়টি নিয়ে আমি ভীষণ বিরক্ত। আমার মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার।

 

চলতি সপ্তাহে অভিনেত্রীর ‘হৃদিতা’ নামের একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এ ছবিতে এ বি এম সুমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর