ঢাকা, ১০ নভেম্বর সোমবার, ২০২৫ || ২৬ কার্তিক ১৪৩২
good-food

ছয় মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৫ ১০ নভেম্বর ২০২৫  

এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার সুযোগ হাতছাড়া হলেও প্রতিবেশী ভারতের বিপক্ষে ১৮ নভেম্বরের ‘ফুটবল মহারণ’কে ঘিরে বাংলাদেশের জনমনে যে উত্তেজনার পারদ চড়ছে। এই ম্যাচের তীব্রতা মাপা গেল টিকিটের অবিশ্বাস্য গতিতে বিক্রি হয়ে যাওয়ার ঘটনায়।

জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি নিছক কোনো নিয়মরক্ষার লড়াই নয়, বরং আত্মমর্যাদা এবং ফুটবলের চিরায়ত প্রতিদ্বন্দ্বিতার প্রতীক। আর তাই, সোমবার দুপুর ২টায় টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই যেন এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হলো।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিশ্চিত করেছে, সাধারণ গ্যালারির ১৮ হাজার টিকিট—যার প্রতিটির মূল্য ছিল ৫০০ টাকা—মাত্র ছয় মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। ফুটবলপ্রেমীদের এই বাধভাঙা জোয়ারে মুহূর্তেই অনলাইনে টিকিট বিক্রির প্ল্যাটফর্ম কুইকনেট-এর ওয়েবসাইটে ভেসে উঠল ‘সোল্ড আউট’ বার্তা।

এই নজিরবিহীন ঘটনা প্রমাণ করে, বাংলাদেশের ফুটবলের প্রতি মানুষের আবেগ এখনও কতটা। সাধারণ টিকিটের এমন হাহাকারের মধ্যেও ক্লাব হাউস ১-এর ৬,০০০ টাকা থেকে শুরু করে ভিআইপি বক্স ৩-এর ৩,০০০ টাকা মূল্যের উচ্চ ক্যাটাগরির টিকিট নিয়েও আগ্রহ ছিল তুঙ্গে।

কারণ দর্শকরা হামজা, মোরসালিনদের খেলা কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে রাজি ছিলেন না। ফুটবলের এই উন্মাদনা নিঃসন্দেহে দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর