ঢাকা, ২৮ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ১২ ভাদ্র ১৪৩২
good-food
৩৮২

ডেঙ্গুতে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩০ ২০ জুলাই ২০২৩  

দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর ভিড়। এবার ডেঙ্গুতে আক্রান্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সংবাদমাধ্যমকে নিজেই জানালেন সেকথা।

 

এ অভিনেত্রী জানান, তিন দিন আগে হঠাৎ করেই প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন তিনি। জ্বরের সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা। গত মঙ্গলবার চিকিৎসকের পরামর্শে ডেঙ্গুর পরীক্ষা করান। রিপোর্টে ফলাফল আসে ডেঙ্গু জ্বরে ভুগছেন এ অভিনেত্রী।

 

তানিয়া বৃষ্টি বলেন, ‘দুই দিন ধরে প্রচণ্ড জ্বর। আমি খুবই অসুস্থ। প্রথম দিন রাতেই জ্বরের জন্য অনেকটা অচেতন অবস্থা। পরে সকালে চিকিৎসক দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি। জ্বর ১০২/১০৩ ডিগ্রির নিচে নামছে না। সবাই দোয়া করবেন।’

 

বর্তমানে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। এখনো শরীরে প্রচণ্ড জ্বর রয়েছে তার, কমছে না।

 

এবারের ঈদে বেশ কিছু নাটকে দেখা গেছে তানিয়া বৃষ্টিকে। অভিনয়ে সমানতালে প্রশংসা পাচ্ছেন ভক্ত, দর্শক ও সহকর্মীদের কাছ থেকে। এরমধ্যে রয়েছে- ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’, ‘কাছের মানুষ’সহ বেশ কিছু নাটক।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর