ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
২২০

তাড়াতাড়ি বিয়ে করাটা ভুল ছিল: অপু বিশ্বাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২৭ ২৪ আগস্ট ২০২২  

চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, শাকিব খানের সঙ্গে বিয়েটা। বিয়ে, বাচ্চা— সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তা হলে ভালো হতো। আনন্দবাজার পত্রিকার সাক্ষাৎকারে জনপ্রিয় এই চিত্রনায়িকা এতদিন পর এই মনোভাব ব্যক্ত করেছেন। 

 

নতুন ছবির প্রচারে গিয়ে ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় নিয়ে কথা বলছেন অপু বিশ্বাস। আর জীবনের কোন ঘটনায় খুশি হয়েছে? বিপরীতমুখী এ প্রশ্নের জবাবে অপু বলেন, ‘মা হওয়াটা। ভুল করে হলেও মা হয়েছি।

 

ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন।  অধিকাংশ সিনেমায়  কিং খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। তবে সিনেপর্দার বাইরেও তাদের মধ্যে গড়ে উঠেছিল এক ভালোবাসার সম্পর্ক। ভালোবেসে তারা বিয়ে করেন ২০০৮ সালে।

 

তাদের ঘরে জন্ম নেয় একমাত্র পুত্র আব্রাম খান জয়।  তারা দুজন এখন আলাদা হয়ে গেছেন। বর্তমানে কলকাতায় আছেন অপু। কলকাতার নির্মাতা সুবীর মণ্ডল পরিচালিত ‘আজকের শর্টকাট’ সিনেমার মাধ্যমে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তার। এ সিনেমার প্রচারের কাজে কলকাতায় অবস্থান করছেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর