ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
১৯০

‘দিলবার’ গানের তালে মঞ্চ মাতালেন নোরা ফাতেহি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৫৫ ১৯ নভেম্বর ২০২২  

দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে ‘দিলবার’ গানের তালে মঞ্চে এলেন বলিউড অভিনেত্রী, নৃত্যশিল্পী নোরা ফাতেহি। রাত ৯টা ৪০ মিনিটে তিনি মঞ্চে এলে হলভর্তি দর্শক নোরা নোরা বলে চিৎকার শুরু করেন। আগ্রহী দর্শকদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দেন তিনি। 

 

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে অংশ নেন নোরা।

 

ওই আয়োজনের ফ্যাশন শোতে অংশ নেন ঢালিউডের এসময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। 

 

অনুষ্ঠানে অংশ নিতে এদিন দুপুর ২টায় হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন নোরা। এরপর দলবল নিয়ে একটি পাঁচতারকা হোটেলে ওঠেন তিনি। বিশ্রাম শেষে রাতে অনুষ্ঠানে আসেন।

 

‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরা এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন তিনি। 

 

মরোক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তবে বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন তিনি।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর