ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food

নতুন দলের হয়ে সেরাটা দিতে মুখিয়ে সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৭ ৫ নভেম্বর ২০২৫  

দেশের ক্রিকেটে সাকিব আল হাসান অধ্যায় প্রায় অতীত। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্জাইজিভিত্তিক টুর্নামেন্ট খেলে নিজের ক্রিকেটার সত্ত্বাকে বাঁচিয়ে রেখেছেন তিনি। সাকিব আবারও যাচ্ছেন আবুধাবি টি-টেন লিগ খেলতে। খেলবেন নবাগত রয়্যাল চ্যাম্পসের জার্সিতে। ফ্র্যাঞ্জাইজিটি এবারই প্রথম আবুধাবি টি-টেনে খেলবে।

 

রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন ইংল্যান্ড তারকা জেসন রয়ও। আগামী ১৯ নভেম্বর টুর্নামেন্টে প্রথম ম্যাচ সাকিবদের। সেই ম্যাচে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন বাংলাদেশি অলরাউন্ডার। 

 

এ ব্যাপারে সাকিব বলেন, “রয়্যাল চ্যাম্পসে যোগ দিতে পেরে আমি ভীষণ রোমাঞ্চিত এবং আবুধাবি টি-টেন লিগে খেলতে মুখিয়ে আছি। এই ফরম্যাটটা সত্যিই উত্তেজনাপূর্ণ। আর আমি দলের জন্য আমার সেরাটা দিতে চাই “

 

“টি-টেন ক্রিকেটের গতি ও শক্তি ধরে রাখতে তীক্ষ্ণ মনোযোগ আর দলীয় ঐক্য প্রয়োজন। আমি বিশ্বাস করি, আমাদের স্কোয়াডে দক্ষতা ও সাহসের সঠিক মিশ্রণ আছে। আমরা গৌরবের পথে এগোতে প্রস্তুত।”, যোগ করেন সাকিব।

 

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিজ্ঞতা নিয়ে সাকিব আরও বলেন, “রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলা আমার জন্য এক নতুন চ্যালেঞ্জ ও সুযোগ। আমাদের দলে আছে অসাধারণ এক ব্যাটিং ও বোলিং লাইন-আপ, যারা ভক্তদের বিনোদন দেবে এবং সততার সঙ্গে প্রতিযোগিতা করবে।” 

 

রয়্যাল চ্যাম্পসের আরেক আইকন প্লেয়ার জেসন রয়ও প্রথম ম্যাচ থেকেই খেলবেন। এই ইংলিশ তারকা বলেন, “আবুধাবি টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের অংশ হতে পেরে আমি সত্যিই খুশি। আমি শুরু থেকেই দলের জন্য অবদান রাখতে চাই। আন্তর্জাতিক তারকা ও তরুণ প্রতিভার সমন্বয়ে আমাদের দল নিঃসন্দেহে শক্তিশালী। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি মাঠে নামার জন্য।” 

 

রয়্যাল চ্যাম্পসের কোচ হিসেবে আছেন ক্যারিবীয় কিংবদন্তি স্যার কোর্টনি ওয়ালশ। বাংলাদেশের এই সাবেক বোলিং কোচ বলেন, “সাকিব ও জেসনের যে দক্ষতা, অভিজ্ঞতা ও মনোবল আছে, তা এই ফরম্যাটে সফল হতে প্রয়োজন। তাদের নেতৃত্ব ও প্রতিভা রয়্যাল চ্যাম্পসকে অনুপ্রাণিত করবে এবং ভক্তদের জন্য অসাধারণ মুহূর্ত উপহার দেবে।” 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর