ঢাকা, ২৮ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ১৩ ভাদ্র ১৪৩২
good-food
২১৫

বাংলাদেশে আসছে ‘পাঠান’

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩৮ ১৪ ফেব্রুয়ারি ২০২৩  

সব  জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বলিউড বাদশা শাহরুখের আলোচিত সিনেমা ‘পাঠান’ বাংলাদেশে আসছে। সম্প্রতি বিএফডিসিতে দীর্ঘ আলোচনার মাধ্যমে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন ঐক্যমত্যে পৌছেছেন। দু একদিনের মধ্যে এ সংক্রান্ত  চিঠি তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। ফলে বাংলাদেশের সিনেমা হলে শাহরুখ খানের আলোচিত ‘পাঠান’ মুক্তির সম্ভাবনা জোরদার হয়েছে।


বাংলাদেশের ‘পাঠান’ সিনেমা আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের দাবি করছে, চলচ্চিত্র সংগঠনগুলোর ঐক্যমত্যের ফলে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তিতে আর তেমন কোন বাধা থাকছে না। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তির সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি।

 

গত ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পেয়েছে 'পাঠান'। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান।  সিনেমায় অভিনয় করেছেন- দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর