ঢাকা, ১৩ অক্টোবর সোমবার, ২০২৫ || ২৮ আশ্বিন ১৪৩২
good-food

বিপিএলে বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে বিসিবির শঙ্কা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৭ ১৩ অক্টোবর ২০২৫  

শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন সংস্করণের তোড়জোড়। এরই মধ্যে নতুন ফ্র‍্যাঞ্চাইজিও আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের মাঝামাঝি হবে আগামী বিপিএল। 

 

তবে বড় প্রশ্ন হলো, ওই সময় বিদেশি খেলোয়াড়দের পাওয়া যাবে কিনা? কারণ, ওই একই সময়ে হওয়ার কথা আইএলটি-টোয়েন্টি। যেখানে প্রতি দলেই অংশ নিতে পারেন ৯ জন বিদেশি ক্রিকেটার।

 

এক্ষেত্রে বিপিএল ছেড়ে অনেকেরই আইএলটি-টোয়েন্টি বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বিপিএল হারাতে পারে বিদেশি তারকা। আর বিদেশি তারকা না এলে রং হারাবে গোটা টুর্নামেন্ট। 

 

এ ব্যাপারে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, “বিদেশি ক্রিকেটারের ব্যাপার বলতেই হয়। বিসিবি চেষ্টা করছে...আমাদের সবচেয়ে বড় অসুবিধা হবে যদি আইএলটি-টোয়েন্টি, যেটা দুবাইয়ে হয় ওইটার সঙ্গে ক্ল্যাশ (সাংঘর্ষিক) করলে। কারণ, আপনি জানেন তাদের ৯ বিদেশি খেলোয়াড় খেলে। ওইটার সঙ্গে যদি ক্ল্যাশ না করে তাহলে তো বেশি-বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে।” 

 

গত সংস্করণে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান থাকা ফারুক আরও বলেন, “পাকিস্তানের যেটা এনওসির সমস্যা…আমি জানি, কয়েকটা দলের এরকম হয়েছে। শ্রীলঙ্কা ঠিক কোন সময়ে আমি জানি না। তবে অবশ্যই এটা উদ্বেগের বিষয়।

 

“কিন্তু আমার মনে হয় আইএলটি-টোয়েন্টির সঙ্গে যদি ক্ল্যাশ না করে তাহলে হয়তো ওইটা পূরণ হবে। যদিও পাকিস্তানিরা আমাদের এখানে ডমিনেট করে সবসময়। কিন্তু হয়তো সেটা অন্য দেশের খেলোয়াড়েরা পূরণ করবে।”, যোগ করেন তিনি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর