ঢাকা, ০৯ মে শুক্রবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food
১৬৫

বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, সেমিতে ক্রোয়েশিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৪৮ ১০ ডিসেম্বর ২০২২  

বিশ্বকাপে আরেক অঘটন। ছিটকে গেল পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। সেমিফাইনালে ক্রোয়েশিয়া। কোয়ার্টার ফাইনালের টাইব্রেকারে ব্রাজিল হারল ৪-২ গোলে। ম‍্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। শুরু থেকেই ব্রাজিলকে চেপে ধরে ক্রোয়েশিয়া। ১৩ মিনিটের মাথায় আক্রমণে যায় তারা।

 

ডান দিক থেকে ক্রস করেন মদ্রিচ। কিন্তু ক্রসে পা ঠেকাতে পারলেন না পেরিসিচ। এরপর পাল্টা আক্রমণে যায় তিতের দল। পর পর দু'টি আক্রমণ করে তারা। প্রথমে ভিনিসিয়াস, তার পর নেইমার। কিন্তু ক্রোয়েশিয়ার রক্ষণ তা আটকে দেয় সেলেকাওদের। প্রথমার্ধে আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দু'দল। ফলে প্রথমার্ধে থাকে ম‍্যাচের ফলাফল গোলশূন‍্য।

 

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ব্রাজিল। একের পর আক্রমণ চালায় তারা। ম‍্যাচের ৫৭ মিনিটে রাফিনহাকে তুলে অ্যান্টোনিকে নামান তিতে। নেমেই ডান দিকে পাস বাড়িয়েছিলেন অ‍্যান্টোনি। অল্পের জন্য গোল হলো না। এরপর ফের আক্রমণে যায় সেলেকাওরা। পাকুয়েতার শট বাঁচিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ।

 

গোলরক্ষকের মাথার উপর দিয়ে শট মারেন পাকুয়েতা। কিন্তু গোল হয় না। দ্বিতীয়ার্ধে চেপে ধরে ব্রাজিল। ৭৬ মিনিটে নেইমারের শট বাঁচিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক। ম‍্যাচের ৮০ মিনিটে ফের গোলের সুযোগ তৈরি করে সেলেকাওরা।

 

অ্যান্টোনির ক্রস পেয়েছিলেন রদ্রিগো। তার থেকে পাস পেয়েছিলেন পাকুয়েতা। কিন্তু তা আবার আটকে দেন লিভাকোভিচ। এরপর আক্রমণে গেলেও নির্ধারিত সময়ে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দু'দল। এতে ম‍্যাচ গড়ায় এক্সট্রা টাইমে।

 

এসময়ে শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় ব্রাজিল। ফলে ম‍্যাচের ১০৫ মিনিটে গোল পেয়ে যায় তিতের দল। অসাধারণ গোল করলেন নেইমার। মাঝমাঠ থেকে খেলা শুরু করেছিলেন তিনি। প্রথমে পাস খেলেন পেদ্রোর সঙ্গে। সেখান থেকে বল পেয়ে দেন পাকুয়েতাকে। তার থেকে পাস পেয়ে গোলরক্ষক লিভাকোভিচকে এক টোকায় কাটিয়ে বল জালে জড়ালেন নেইমার।

 

এরপর আরও চেপে ধরে সেলেকাওরা। একের পর এক আক্রমণে যায় নেইমাররা। পাল্টা আক্রমণে ঝাঁপায় ক্রোয়েশিয়া। ফলে ১১৭ মিনিটে গোলে সমতা ফেরায় তারা। পেরিসিচের পাসে বাঁ পায়ের শটে গোল করেন ব্রুনো পেটকোভিচ। শেষ পর্যন্ত এক্সট্রা টাইমে ম‍্যাচের ফলাফল থাকে ১-১। ম‍্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষমেশ টাইব্রেকারে ৪-২ গোলে ক্রোয়েশিয়ার কাছে হারে তিতের দল।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর