ঢাকা, ০৬ অক্টোবর সোমবার, ২০২৫ || ২১ আশ্বিন ১৪৩২
good-food
৪২

বিসিবি নির্বাচন: ভোট দেননি তামিম, জানালেন ফেসবুকে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৩ ৬ অক্টোবর ২০২৫  

নানা নাটকীয়তার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের দিন পাঁচেক আগে সরে দাঁড়ান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নাম প্রত্যাহারের পাশাপাশি দেননি ভোটও। 

 

তবে ভোটের দিন গুঞ্জন রটে, তামিম প্রার্থী না হলেও ই-মেইলে ভোট দিয়েছেন। অবশ্য এই গুঞ্জন সত্য নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে তামিম জানিয়েছেন, তিনি ভোট দেননি। 

 

সোমবার রাজধানীর একটা পাঁচ তারকা হোটেলে চলছে বিসিবি নির্বাচন। সকাল ১০টা শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এখন চলছে ভোট গণনা প্রক্রিয়া। 

 

ভোটগ্রহণ শেষের কিছুক্ষণ পরই তামিম নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, “অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়।”

 

দেশের বাইরে থাকায় তামিম ই-ভোট দেওয়ার আবেদন জানিয়েছিলেন। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে ভোট দিতে চাওয়া নিয়ে দেশসেরা এই ওপেনার স্ট্যাটাসে আরও লিখেছেন, “আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে। কারণ, দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি।” 

 

বিসিবির এই নির্বাচনে মোট ভোটার ১৫৬ কাউন্সিলর। এর মধ্যে ৫৮ জন ভোটারই ই-মেলের মাধ্যমে ভোট দিয়েছেন। বাকি ৯৮ জনের ভোট প্রক্রিয়া শেষ হয়েছে বিকেল ৪টার আগে। 

 

বোর্ডের ২৫ জন পরিচালকের মধ্যে ২৩ জন ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। বাকি দুই জন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতিনিধি হয়ে। 

 

নির্বাচিত হতে যাওয়া ২৩ জনই ফলাফল গঠন শেষে পর্যালোচনা পর্ষদের মিটিংয়ে বসবেন। ওই মিটিংয়ে পরিচালকদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন সভাপতি। পরে বেছে নেওয়া হবে দুই সহ-সভাপতিও।

 

সভাপতি হিসেবে এবারও বিসিবিতে আসতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। সবকিছু ঠিক থাকলে খণ্ডকালীন বিসিবি প্রধান থেকে এবার পাকাপাকিভাবে আগামী চার বছরের জন্য বিসিবির মসনদে বসতে যাচ্ছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। 

 

এ ছাড়াও বোর্ডে নতুন করে ফিরছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। কয়েক মাস আগে সভাপতির দায়িত্ব হারানো ফারুক ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়ে আসছেন বিসিবির পর্যালোচনা পর্ষদে। 

 

নির্বাচনে কতজন ভোট দিয়েছেন সেটি এখনো জানা যায়নি। এই নির্বাচন ঘিরে বিতর্ক-সমালোচনা কম হয়নি। ভোটের দিনও অভিযোগ তুলেছেন অনেকে। তবে বিসিবি সভাপতি পদ প্রার্থী আমিনুল নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। পরিচালক পর্ষদে আসতে যাওয়া সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদও জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। 

 

গত ১ অক্টোবর বিসিবির পরিচালক পদের নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তামিম। নানান বিতর্ক এবং সরকার-বিএনপির পাল্টাপাল্টি রাজনৈতিক অবস্থানের প্রেক্ষাপটে তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেন। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর