ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
৩৬১

বিয়ের পর নতুন সিনেমা নিয়ে আসছেন পূর্ণিমা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১৪ ৮ সেপ্টেম্বর ২০২২  

অবশেষে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। যার নাম ‘আহারে জীবন’। ৭ সেপ্টেম্বর এতে চুক্তিবন্ধ হন তিনি। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করবেন ছটকু আহমেদ। তার সহযোগী পরিচালক তাজু কামরুল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ সিনেমায় পূর্ণিামার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। এছাড়া ওমর সানি, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর, সুব্রতসহ অনেকে অভিনয় করবেন।

 

করোনাকালীন একটি গল্প ঘিরে নির্মিত হবে সিনেমাটি। আগামী ১৬ অক্টোবর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে সেটির শুটিং শুরু হবে।

 

গত ২৭ মে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন পূর্ণিমা। বর আশফাকুর রহমান রবিন পেশায় বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। বিয়ের পর এ সিনেমা দিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন এ নায়িকা।

 

সবশেষ নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ এবং ‘জ্যাম’ নামের দুটি সিনেমায় অভিনয় করেন পূর্ণিমা। সেগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর