ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
২১০

ভারতকে হোয়াইটওয়াশ করতে শনিবার টাইগারদের মিশন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১১ ৯ ডিসেম্বর ২০২২  

সফরকারী ভারতীয় ক্রিকেট দলকে  হোয়াইটওয়াশ করার লক্ষ্য  নিয়ে  শনিবার  তৃতীয় ওয়ানডেতে  মাঠে  নামছে বাংলাদেশ ক্রিকেট দল। দু’টি রোমাঞ্চকর জয়ের পর প্রথমবারের মত ক্রিকেটের যেকোন ফরম্যাটে ভারতকে হোয়াইটওয়াশের লক্ষ্যে আগামীকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। 

 

দুপুর ১২টায় ওয়ানডে সিরিজের শেষ লড়াইটি শুরু হবে। টি-স্পোর্টস ও গাজী টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে। প্রথম ওয়ানডেতে ১ উইকেটের পর দ্বিতীয় ম্যাচে ৫ রানে জয়ী হয়ে  টানা দ্বিতীয়বারের মতো ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে  টাইগাররা। বাংলাদেশের দুই জয়েই নায়ক ছিলেন মেহেদি হাসান মিরাজ। হারের মুখ থেকে  দুই ম্যাচেই বাংলাদেশকে জয় এনে দেন মিরাজ। 

 

প্রথম ম্যাচে শেষ উইকেটে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে অবিশ্বাস্য জয় এনে দেন মিরাজ। দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে ৬৯ রান তুলতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। আট নম্বরে ব্যাট হাতে নেমে ইনিংসের শেষ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মিরাজ। ৮৩ বলে অপরাজিত ১০০ রান করেন তিনি। মিরাজের সেঞ্চুরিতেই ৭ উইকেটে ২৭১ রান পায় বাংলাদেশ। 

 

কঠিন পরিস্থিতি থেকে ঘুড়ে দাঁড়িয়ে ভারতকে পরপর দুই ম্যাচে  হারানোয় আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। এবার টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশের মিশনে বাড়তি সুবিধাও পাবে তারা। ইনজুরির কারনে সিরিজের শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন রোহিতসহ তিনজন খেলোয়াড়। অতিরিক্ত ক্রিকেট খেলার মাশুল দিতে হয়েছে ভারতকে। রোহিতের পরিবর্তে শেষ ম্যাচে দলকে নেতৃত্ব দিবেন লোকেশ রাহুল। রোহিতের সাথে দেশে ফিরেছেন দুই পেসার দীপক চাহার এবং কুলদীপ সেন।

 

প্রতিপক্ষের   ইনজুরি. উদ্বেগ বা ঠাসা সূচি নিয়ে ভাবতে চায়না  ভারতের মত শক্তিশালী দলকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ । এবার আর এই সুযোগ হারাতে চায় না তারা। এর আগে ২০১৫ সালে  সিরিজের শেষ ম্যাচে  হেরে ভারতকে হোয়াইটওয়াশের  সুযোগ হারায় টাইগাররা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর