ঢাকা, ২৮ জানুয়ারি বুধবার, ২০২৬ || ১৫ মাঘ ১৪৩২
good-food
৪৬

ভোটের সবকিছু জেনে গেলেন মার্কিন রাষ্ট্রদূত: ইসি সচিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩৯ ২৮ জানুয়ারি ২০২৬  

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটের পরিবেশসহ বিস্তারিত জেনেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।  

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

আখতার আহমেদ বলেন, “ভোট আমরা কিভাবে করছি, কিভাবে কাউন্ট করা হবে, কোথায় আসবে, রেফারেন্ডমের ব্যালটের সঙ্গে গণনার সময়সীমা কত ইত্যাদি জানতে চেয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। আমি ওনাকে আমাদের ব্যালট পেপারের আকার, আকৃতি সম্পর্কে বলেছি। সেটার একটা নমুনাও দেখিয়েছি।”

ইসি সচিব বলেন, “মার্কিন রাষ্ট্রদূত আমাদের কাছে জানতে চেয়েছিলেন কোড অব কন্ডাক্টের কথা। মূলত যেসব বিষয় সামনে আসছে সেগুলো। আমরা বলেছি, আমাদের এখানে কমপ্লেন ম্যানেজমেন্ট সেল আছে। আর আমাদের আসনগুলোর লেভেলে যে ইনকয়ারি কমিটি, ম্যাজিস্ট্রেট যারা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে জিনিসগুলো সমন্বয় করা হচ্ছে।”

তিনি বলেন, “আরেকটা জিনিস জানতে চেয়েছিলেন, কোনো জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী বা কারো কাছ থেকে ওভারডুয়িং (বাড়াবাড়ি) কোনো খবর আছে কিনা। আমি বললাম, এমন কোনো কিছু আমাদের নলেজে নাই। যদি এমনটা হয়ে থেকে থাকে তাহলে স্থানীয়ভাবে তা নিষ্পত্তি করা হয়েছে।”

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর