ঢাকা, ০৯ মে শুক্রবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food
১৬১

মরক্কোর সামনে ইতিহাস গড়ার হাতছানি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৪ ৬ ডিসেম্বর ২০২২  

এবারর কাতার বিশ্বকাপ মরক্কোর কাছে অনেক কারণেই স্মরণীয়। ৩৬ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট পেয়েছে আফ্রিকার দেশটি।

 

ক্রোয়েশিয়াকে আটকে দেয়ার পরের ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে ২-০ ব্যবধানে হারিয়ে দেয় মরক্কো।  শেষ ম্যাচে কানাডার বিপক্ষে ২-১ গোলে জিতে গ্রুপ সেরা হয়েছে মরক্কো। নক আউট গ্রুপের বাধা টপকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ মাঠে নামবে তারা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের।

 

কাতার বিশ্বকাপের আগে ১৯৮৬ সালে একবার বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছিল মরক্কো। এবরাই দ্বিতীয়বারের মতো নক আউট পর্বের টিকিট পেয়েছে তারা।

 

ফিফা র‌্যাংকিংয়ের হিসাব করলে স্পেন বেশ এগিয়ে। লা রোজাদের র‌্যাংকিং ৬, আর মরক্কোর ২২। তবে মুখোমুখি পরিসংখ্যান বিশ্লেষণ করলে আগাম কিছু বলে দেয়া খুব কঠিন। ১৯৬১ সালে বিশ্বকাপের বাছাইয়ে প্রথম দেখা হয়েছিল দুই দলের। প্রথম ম্যাচে স্পেন ১-০তে জিতলেও ফিরতি লড়াইয়ে ঘাম ঝরে লা রোজাদের। লড়াই করে ৩-২ গোলে হারে মরক্কো।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর