ঢাকা, ০৯ মে শুক্রবার, ২০২৫ || ২৫ বৈশাখ ১৪৩২
good-food
১৬৭

রাসেল ডমিঙ্গোর পদত্যাগ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১১ ২৮ ডিসেম্বর ২০২২  

অবশেষে  জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার রাতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদত্যাগ পত্র দাখিল করেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস খবরটি নিশ্চিত করেছেন।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। কিন্তু টেস্টে দেখা যায় ঠিক বিপরীত চিত্র। বোলিং নিয়ে আশা দেখা গেলেও ব্যাটিং ছিল বিবর্ণ। ব্যাটারদের কারণেই ভারতের বিপক্ষে টেস্ট জয়ের সম্ভাবনাও হয়েছে ধূলিসাৎ। শেষ ম্যাচে বোলিং আশা জাগিয়েও সিরিজ হারতে হয়েছে ২-০ ব্যবধানে। নামিদামি বিদেশি কোচ এনেও এই ফরম্যাটে উন্নতির কোনো লক্ষ্মণ নেই। যে কারণে জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছিল। সবশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর  তাকে ছাঁটাইয়ের গুঞ্জন উঠেছিল।

বিসিবি কোনো পদক্ষেপ নেয়ার আগেই প্রধান কোচের গদি ছেড়ে দিলেন ডমিঙ্গো।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর