ঢাকা, ০৮ নভেম্বর শনিবার, ২০২৫ || ২৪ কার্তিক ১৪৩২
good-food
৮৩১

সিঁধ কেটে গণধর্ষণের মামলায় আরও একজন গ্রেফতার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:০৫ ২৪ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

নোয়াখালীর কবিরহাটে সিঁধ কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে গৃহবধূকে গণধর্ষণের মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীর নাম - মো জামাল উদ্দীন (২৮)। তার বাড়ি কবিরহাটের নবগ্রামে।

বৃহস্পতিবার ভোরে কুমিল্লার দাউদকান্দী এলাকা থেকে জামাল উদ্দীনকে গ্রেফতার করে নোয়াখালী গোয়েন্দা পুলিশ।

পরে তাকে নোয়াখালীতে নিয়ে আসা হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার ওসি আবুল খায়ের বৃহস্পতিবার ভোরে কুমিল্লার দাউদকান্দী এলাকা থেকে জামাল উদ্দীনকে গ্রেফতার করার তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, কবিরহাটে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় এ নিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হলো।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে তিন সন্তান ও মাকে জিম্মি করে এক গৃহবধূকে (২৯) গণধর্ষণ করে দুর্বৃত্তরা।