ঢাকা, ০৯ মে শুক্রবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food
১৮২

স্পেনকে ট্রাইবেকারে বিদায় করে মরক্কোর ইতিহাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২২ ৭ ডিসেম্বর ২০২২  

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়ল মরক্কো। মঙ্গলবার  রাতে আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে জিব্রাল্টার প্রণালির দুই পারের দেশ দুটির লড়াই দারুণ জমে ওঠে। ১২০ মিনিটের দীর্ঘ লড়াই গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে আফ্রিকা মহাদেশ থেকে টিকে থাকা একমাত্র দেশ মরক্কাে নতুন রেকর্ড গড়ল। স্পেন তাদের তিন শটের একটিও গোল করতে পারেনি। মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো দুটি শট সেভ করেন। এরপর পিএসজি তারকা আচরাফ হাকিমি পানেনকা শটে মরক্কোর জয় নিশ্চিত করেন।

আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে পর্তুগালের মুখোমুখি হবে মরক্কো।  
রাতে শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে হারিয়ে শেষ আটের টিকিট পায় পর্তুগিজরা। ২০০৬ সালের পর এ প্রথম কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল। জার্মানিতে সেবার তারা চতুর্থ হয়েছিল।
এবারের বিশ্বকাপে মরক্কোর সর্বোচ্চ অর্জন ছিল শেষ ষোলো। ১৯৮৬ সালের মেক্সিকো আসরে তারা শেষ ষোলোয় খেলেছে। বিশ্বকাপে ষষ্ঠবারের অংশগ্রহণে এ নিয়ে দ্বিতীয়বার নকআউটে খেলছে তারা এবং ২২তম আসরে কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়ল আফ্রিকান-আরব দেশটি। উল্লেখ্য, বিশ্বকাপে আফ্রিকার কোনো দেশ সেমিফাইনাল খেলেনি। এবার মরক্কোর সামনে সেই অর্জনের হাতছানি। এদিকে, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় ঘটল ২০১০ আসরের চ্যাম্পিয়নদের।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর