ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৩ ভাদ্র ১৪৩২
good-food
২২০

২ যুগ পর চলচ্চিত্রে শাবানা, শাকিবের বিপরীতে কাজল-বিদ্যা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১৩ ৯ জানুয়ারি ২০২৩  

প্রায় দুই যুগ ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবানা। দীর্ঘ এই বিরতির পর ফের চিরচেনা সিনেমার জগতে ফিরছেন তিনি। তবে অভিনেত্রী হিসেবে নয়, এবার চলচ্চিত্র নির্মাণে হাত দেবেন কিংবদন্তি। সঙ্গে রয়েছেন তার স্বামী প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক।

 

ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ করবেন শাবানা। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। তার বিপরীতে শাবানার পছন্দ বলিউড অভিনেত্রী কাজল অথবা বিদ্যা বালান। এমনটাই গণমাধ্যমকে জানিয়েছেন ওয়াহিদ সাদিক।

 

চলচ্চিত্রটি নির্মাণ করার কথা রয়েছে কলকাতার নির্মাতা রাজীব কুমার বিশ্বাসের। বাংলাদেশ থেকে একজন নির্মাতা থাকবেন বলে জানা গেছে। চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। আগামী ১৬ জানুয়ারি তারা কলকাতা গিয়ে নির্মাতা রাজীবকে নিয়ে নায়িকার বিষয়টি চূড়ান্ত করবেন বলে জানা গেছে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর