ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
১৬৩৯

আল্লাহর রহমতে ভালো আছি : সাফা কবির

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৫ ৯ জুন ২০২৩  

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেত্রী সাফা কবির মারা গেছেন। এই গুঞ্জনে এক পর্যায়ে বাধ্য হয়ে পোস্ট দিয়ে জানালেন অভিনেত্রী তিনি অক্ষত ও ভালো রয়েছেন। 

 

গণমাধ্যম বলছে ঘাতক দালাল নির্মূল কমিটির সংগঠক শাহরিয়ার কবিরের মেয়ে সাফা কবিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই খবরের রেশ ধরে গুজবটি ছড়িয়ে পড়ে। এরপরেই সাফা কবির ফেসবুকে পোস্ট দিয়ে জানালেন, তিনি ঠিক আছেন। 

 

ফেসবুক পোস্টে সাফা কবির বলেন, ‘হ্যালো এভ্রিওয়ান। সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা। একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন।


নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে। তিনি ভালো রয়েছেন জানিয়ে বলেন, ‘আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর