ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
৪৪৪

এক ফোনেই ন্যান্সি আসিফের দূরত্বের অবসান!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৩ ৩০ জুলাই ২০২২  

চার বছর পর আবারও এক হলেন বাংলা সংগীতের জনপ্রিয় দুই সংগীতশিল্পী আসিফ আকবর ও নাজমুন মুনিরা ন্যান্সি। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আসিফ নিজেই এমনটা জানালেন। শনিবার  নিজ ফেসবুক পোস্টে আসিফ আকবর লিখেছেন, ‘‘একটা ফোনের অপেক্ষায় ছিলাম ৪টা বছর।

 

অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত ফোন। হ্যালো বলতেই শুনলাম অনেক পছন্দের আদুরে কণ্ঠটি। ‘ভাইয়া আমি ন্যান্সি বলছি…। ’ খুব ভালো লাগলো ওর ফোনটা পেয়ে। দুনিয়ার সমস্ত অভিযোগ অভিমান আমার বিরুদ্ধে, শুনে আরো ভালো লাগছিল। ন্যান্সি তো আমার ছোট, আমি তো বড়, তাহলে আমার মিনিমাম ভুলের ম্যাক্সিমাম শাস্তি হওয়া উচিত। ’’

 

আসিফ লিখেছেন, ‘‘নাজমুন মুনিরা ন্যান্সির কণ্ঠ আমাদের সম্পদ। আমাকে বলল, ‘ভাইয়া আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন। ’ সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলাম। অনেক দিন পর স্নেহের ন্যান্সির সঙ্গে গল্পগানের আড্ডায় নিজেকে হালকা করে ফেলেছি। ’’

 

ন্যান্সির জন্য শুভ কামনা জানিয়ে আসিফ  লেখেন, ‘ভালো থাকো ন্যান্সি, আনন্দে বাঁচো। গান গেয়ে যাও, তোমার কণ্ঠ এ দেশের মানুষের একটা আনন্দময় ভালো লাগা, আমিও সেই দলের বাইরে নই। ’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর