ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
৫৬৯

এফআর টাওয়ারে তল্লাশি শেষ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৮ ২৯ মার্চ ২০১৯  

রাজধানীর বনানীতে আগুন লাগা এফআর টাওয়ারের সব ফ্লোরে তল্লাশি শেষ করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে দায়িত্ব পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান সিকদার জানিয়েছেন, নতুন করে আগুন জ্বলে ওঠার আশঙ্কা না থাকায় ভবনটি পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শুক্রবার দুপুরে ২২ তলা ওই ভবনের সামনে সাংবাদিকদের তিনি  বলেন,  দুপুর ১টার দিকে সার্চ অপারেশন শেষ হয়েছে। পর্যালোচনা করে দেখেছি, নতুন করে আগুন লাগার কোনো আশঙ্কা নেই।

কামাল আতাতুর্ক এভিনিউয়ের ওই ভবনে বৃহস্পতিবার দুপুরে আগুন লাগে। পরে প্রায় সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ২৫ জনের মৃত্যু হয়েছে। তবে এদিন ভবনের ভেতরে নতুন করে আর কারও মৃতদেহ পাওয়া যায়নি।

ভবনটি এখন ঝুঁকিপূর্ণ কি না? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে শাহজাহান সিকদার বলেন, তা চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, বুয়েটের বিশেষজ্ঞ ছাড়াও পুলিশের ক্রাইম সিন ইউনিটের সদস্যরা সকাল থেকে চূড়ান্ত তল্লাশি অভিযানে অংশ নেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর