ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
২৮৪

ওমর সানী কেমন স্বামী স্ত্রীকে শাসনে রাখতে পারে না, প্রশ্ন ঝন্টুর

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:০৮ ১৫ জুন ২০২২  

তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর দাম্পত্য কলহ নিয়ে এবার মুখ খুললেন চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। 

 

এই নির্মাতার ভাষ্য, ওমর সানীর বিচার আগে হওয়া উচিত! কেন সে নিজের স্ত্রীকে শাসনে রাখতে পারবে না? কেন তার অভিযোগের পর স্ত্রী তারই বিরুদ্ধে যাবে? ওর মতো নায়ক এদেশে কয়টা?

 

ওমর সানী বহু সুপারহিট সিনেমার নায়ক। মৌসুমীর সঙ্গে তো ভালোবাসার বিয়ে। এখন তাদের সন্তানেরা বড় হয়ে গেছে। ছেলে বিয়েও করেছে। সামনে পরিবারে নাতি আসবে। এই সময়ে এসে এসব কী করছে? 

 

দেলোয়ার জাহান ঝন্টু আরও বলেন, তাদের উচিত সব ঝামেলা মিটিয়ে নেয়া। ওমর সানী বলেছে যে, তার ছেলে-মেয়েকে অভিভাবক মেনে তাদের ওপর সব সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে৷ এটা ভালো সিদ্ধান্ত। সন্তানরা বিচারক হলে তাদের সংসার ও দুজনের জন্য ভালোই হবে আশা করি।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর