ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৮৩

কাতারে গ্রেপ্তারের মুখে মিস ক্রোয়েশিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৪৪ ২৭ নভেম্বর ২০২২  

ফুটবল ছাড়া কিছুই বোঝেন না ইবানা নোল। ক্রোয়েশিয়ার ম্যাচ থাকলেই গ্যালারিতে উপস্থিত হন তিনি। বরাবরের মতো ২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে আল-বায়েত স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এ সুন্দরী। 

 

সেসময় খোলামেলা পোশাক পরে ছিলেন ইবানা। এতে কাতারের আইন ভঙ্গ হয়েছে। ফলে গ্রেপ্তারের মুখে পড়েছেন তিনি। এমনটি হলে তার কয়েক বছর জেলও হতে পারে। গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

 

সাধারণত, কাতারের রীতি অনুযায়ী- প্রকাশ্যে অশ্লীল পোশাক পরে নানা অঙ্গভঙ্গ করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাদের প্রথা অনুসারে, নারীরা শরীরের মাঝ অংশ, কাঁধ, হাঁটু বা বক্ষ উন্মোচন করতে পারবেন না।

অথচ সেটিই করেছেন ইবানা। এতে বড় অংকের জরিমানা করা হতে পারে তাকে। এরই মধ্যে এ ক্রোয়াট মডেলকে ২৪০০ ব্রিটিশ পাউন্ড জরিমানার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

 

ইবানা পেশায় মডেল এবং সাবেক মিস ক্রোয়েশিয়া। মরক্কো ম্যাচে দেশের জাতীয় পতাকার আদলে তৈরি বিশেষ পোশাক পরে প্রিয় দলকে সমর্থন জানান তিনি। পাশাপাশি কাতার বিশ্বকাপকে ইতিহাসের জঘন্যতম বলে বিস্ফোরক মন্তব্য করেন। 

 

স্যোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে ইবানা লেখেন, এটা একটা মহাবিপর্যয়। যারা এবার বিশ্বকাপ দেখতে যেতে পারেননি, তাদের জন্য আমার খুবই খারাপ লাগছে। কারণ, তারা ইতিহাসের জঘন্যতম আয়োজনের অভিজ্ঞতা পেলেন না।

 

সেই পোস্টের পরিপ্রেক্ষিতে একজন মন্তব্য করেন, আপনি কাতারে আছেন, ক্রোয়েশিয়ায় নয়। এটি মুসলিম দেশ। আপনাকে অবশ্যই এদেশের আইনকানুন মানতে হবে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর