ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
২৩২

কিম কার্দাশিয়ানকে ১২ লাখ ৬০ হাজার ডলার জরিমানা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৩০ ৫ অক্টোবর ২০২২  

বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় সেলেব্রেটি কিম কার্দাশিয়ানকে ১২ লাখ ৬০ হাজার ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দেয়ায় তাকে এ জরিমানা করা হয়। ইতোমধ্যে নিজের ভুল স্বীকার করে জরিমানাও দিতে রাজি হয়েছেন তিনি।

 

সোমবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে এসইসি চেয়ারম্যান গ্যারি গেনসলার বলেন, কার্দাশিয়ানের জরিমানাটি তারকা এবং অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে। কারণ, আইন অনুযায়ী-সিকিউরিটিজ খাতে বিনিয়োগ প্রচারে কখন, কত টাকা নেয়া হয়েছে, তা জনসম্মুখ্যে প্রকাশ করতে হয়।


এ প্রসঙ্গে কার্দাশিয়ানের আইনজীবী মাইকেল রোডস জানান, জরিমানায় অভিযোগের সমাধান হওয়ায় তার মক্কেলও খুশি। এজন্য প্রথম থেকেই এসইসির কার্যক্রমে সহযোগিতা করেছেন তিনি।


গত বছরের জুনে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দেন কার্দাশিয়ান। এজন্য ইম্যাক্স টোকেনের কাছে আড়াই লাখ ডলারও নেন তিনি। অর্থের বিনিময়ে পোস্ট দিলেও ইনস্টাগ্রামে বিষয়টি উল্লেখ করেননি মার্কিন অভিনেত্রী। এতে আইন ভঙ্গ হয়।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর