ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
২২৭

কোরিয়ান যুবককে বিয়ে করলেন মডেল আফরিনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৯ ১৭ সেপ্টেম্বর ২০২২  

কোরিয়ান নাগরিক জিনবো চৈরকে বিয়ে করলেন বাংলাদেশি মডেল-অভিনেত্রী আফরিনা রাজিয়া তৃণ। বৃহস্পতিবার রাতে রাজধানীর শুটিং ক্লাবে  দুই পরিবারের সদস্যরা তাদের বিয়ে সম্পন্ন করেন।
 জানা গেছে, বাংলাদেশের একটি এনজিওর হয়ে পার্বত্য অঞ্চলে কাজ করার সুবাদে আসেন কোরিয়ান নাগরিক জিনবো চৈ। যদিও প্রথমে বাংলাদেশে মন বসছিল না জিনবোর। ঠিক সময়ই বন্ধুত্ব হয় তৃণর সাথে, এরপর প্রেম। অবেশেষে সেই সম্পর্ক পরিণয় পেলো।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে র‌্যাম্পের মঞ্চে নিয়মিত মুখ তৃণ। এরপর ঢাকা ফ্যাশন উইক,  বাটেক্সপো, ব্রাইডাল শো, ঢাকার ৪০০ বছর, লাস্ট্রস রানওয়ে-সহ বেশকিছু ফ্যাশন শোয়ে হেঁটেছেন তিনি। মডেলিংয়ের গণ্ডি পেরিয়ে তৃণ নাম টিভি নাটক ও মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর