ঢাকা, ২৮ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ১৩ ভাদ্র ১৪৩২
good-food
২০৫

গোলাপের পাপড়ির বিছানায় পরীমণি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:৪১ ৩১ জানুয়ারি ২০২৩  

গোলাপের পাপড়িতে সাজানো বিছানা। তার মাঝে শুয়ে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।


সম্প্রতি পরী ছবিগুলো ফেসবুকে পোস্ট করলে সেসব নজর কাড়ে নেটিজেনদের। মাত্র একদিনের ব্যবধানে সেগুলো রিঅ্যাকশন পড়েছে প্রায় ৫০ হাজার। তবে মন্তব্যের সুযোগ না থাকায় কোনো মতামত জানাতে পারেননি নেটিজেনরা।


অভিনেত্রী ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমার একটা তুমি আছো। রাজ।’ এরপরই জুড়ে দিয়েছেন একটি লাল গোলাপের ইমোজি।


এদিকে চলতি বছরের শুরুতেই স্বামী ও অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিয়েবিচ্ছেদের ইঙ্গিত দিয়ে আলোচনায় এসেছিলেন পরীমণি। স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও পরে তিনি জানিয়েছিলেন—একমাত্র ছেলে রাজ্যের টানে এক হয়েছেন তারা। দু’জনে বেশ ভালোই রয়েছেন।


বিচ্ছেদের সব জল্পনা উড়িয়ে দিয়ে এক হওয়ার পরই ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার প্রচারণায় নামেন পরী। এরপর গত ২২ জানুয়ারি বিয়েবার্ষিকী পালন করেন রাজ-পরী।


বিয়েবার্ষিকী বেশ আয়োজন করেই উদযাপন করেন দুই তারকা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী রাজ জানিয়েছেন, রাতে কেক কাটার সময় তাকে আই লাভ ইউ বলেছেন পরী। এটাই সেরা উপহার। পরী তাকে অনেক ভালোবাসেন। তার এই ভালোবাসা নিয়ে আরও অনেক বছর এভাবে কাটিয়ে দিতে চান বলেও জানিয়েছেন রাজ।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর