ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৫ ভাদ্র ১৪৩২
good-food
৭৭৩

টেকনাফে ২ যুবকের লাশ, ইয়াবা কারবারী !

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫৭ ২৮ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ ২ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দিনগত রাতে উপজেলার হোয়াইক্যংয়ের নয়াবাজার এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন : উপজেলার মিনাবাজার এলাকার বাসিন্দা ফরিদ আলমের ছেলে দেলোয়ার হোসেন রুবেল (২৫) ও সফর আলীর ছেলে মোহাম্মদ রফিক (৩০)।

পুলিশের দাবি, নিহত দুজন ডাকাত দলের সদস্য ও ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম দোহা বলেন, হোয়াইক্যং নয়াপাড়া এলাকার টেকনাফ-কক্সবাজার সড়কের ওপর দুই দল ডাকাত অবস্থান করছে—এমন খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

ঘটনাস্থলে গিয়ে সড়কের ওপর দুজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুই দলের মধ্যে ‘গোলাগুলিতে’ এ ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করাশীর্ষ মাদক চোরাকারবারিদেরতালিকায় ওই ২ জনের নাম ছিল। ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৪ টি করে মামলা রয়েছে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর