ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
২২৯

দর্শক‌দের সঙ্গে ‘বীর‌ত্ব’ দেখলেন ইমন-নিপুন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:১৪ ২২ সেপ্টেম্বর ২০২২  

তরুণ নির্মাতা সাইদুল ইসলাম রানা প‌রিচা‌লিত ‘বীরত্ব’ ছবি দর্শকদের সঙ্গে উপভোগ করেছেন প‌রিচালকসহ নায়ক ইমন ও নায়িকা নিপুন। রাজবাড়ী গোয়াল‌ন্দের দৌলতদিয়া যৌনপল্লী ঘি‌রে ছবিটি নির্মিত হয়েছে।

 

বুধবার বিকাল সা‌ড়ে ৩টার দি‌কে রাজবাড়ী শহরের সাধনা সিনেমা হলে ছবিটি উপ‌ভোগ ক‌রেন তারা। এ সময় ছবির নায়ক ইমন ও না‌য়িকা নিপুনকে দেখ‌তে ভিড় ক‌রেন ভক্তরা।

 

প‌রে ‘বীরত্ব’ ছবির প‌রিচালক সাইদুল ইসলাম রানা, নায়ক ইমন ও নায়িকা নিপুন সিনেমাটির গুরুত্ব তু‌লে ধরেন।

 

ছবিটির প‌রিচালক সাইদুল ইসলাম রানা রাজবাড়ীর সন্তান। সে সুবা‌দে নিজ জেলার দৌলত‌দিয়া যৌনপল্লীর জীবনমান নি‌য়ে ‘বীরত্ব’ সি‌নেমাটি প‌রিচালনা করেন তিনি।

 

ছ‌বিতে ডাক্তারের চ‌রিত্রে ইমন এবং যৌনকর্মীর চ‌রিত্রে নিপুন অভিনয় করেন। এছাড়া তরুণ ও প্রবীণ মেধাবী-গুণিী ও শক্তিমান অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছেন।

 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর