ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
১৯২

নেইমারদের নাচ নিয়ে সমালোচনা, জবাব দিলেন ব্রাজিল কোচ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৬ ৬ ডিসেম্বর ২০২২  

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একটি করে গোল করেছে ব্রাজিল। আর ফুটবলাররা মেতে উঠছেন নাচের ছন্দে। ব্রাজিল মানেই তো সাম্বার ছন্দ! সোমবার (৫ ডিসেম্বর) রাতে অসাধারণ একটা ফুটবল উপহার দিয়েছেন সেলেসাওরা। ফুটবলের ভাষায় যাকে বলা যায় 'জোগো বনিতো'। কিন্তু গোল করার পর ব্রাজিলের উদযাপন নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

 

ব্রাজিলের এই নাচের উদযাপন মেনে নিতে পারছেন না অনেক ফুটবল বোদ্ধারা। তাদের এবার চুপ করালেন কোচ তিতে। ম্যাচের সপ্তম মিনিটে ভিনিসিয়াসের গোল থেকেই শুরু হয় নাচ। নেইমারের গোল, রিচার্লিসনের গোল এবং পাকুয়েতার গোলেও সেই ছন্দ বজায় ছিল।

 

রিচার্লিসনের করা গোলের পর তো আবার কোমর দোলালেন কোচ তিতেও। কিন্তু এই নাচকে পছন্দ করছেন না অনেকেই। তাদের মধ্যে একজন হলেন সাবেক আইরিশ ফুটবলার রয় কিন।

 

কিন বলেছেন, "প্রতিবার গোল দিয়ে এভাবে নাচানাচি করাটা অপমানজনক। প্রথম গোলের পর এমন উদযাপন মানা যায়। কিন্তু প্রতিটি গোলের পর না। পরে তো তাদের ম্যানেজার এসেও যোগ দিলেন। আমার ভালো লাগেনি।"

 

ম্যাচ শেষে ব্রাজিল কোচ তিতে এ প্রসঙ্গে বলেন, "ব্রাজিলিয়ানদের জন্য নাচ তাদের আনন্দ প্রকাশের একটি উপলক্ষ্য মাত্র। প্রতিপক্ষকে অসম্মান বা অশ্রদ্ধা করার কোনো ইচ্ছা ছিল না তাদের।"

 

পাশাপাশি কিনকে খোঁচা দিতে ছাড়েননি ব্রাজিল কোচ। তিতে বলেন, নাচের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। নাহলে কেউ কেউ বলবে এটা অসম্মানজনক।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর