ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৭৬

নেইমারের সবচেয়ে বড় ভুল ব্রাজিলে জন্মগ্রহণ করা: রাফিনহা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৪৭ ২৭ নভেম্বর ২০২২  

স্পষ্টভাষী হিসেবে ব্রাজিলের ফুটবলারদের খ্যাতি জগতজোড়া। মাঠে প্রতিপক্ষ খেলোয়াড় এবং মাঠের বাইরে সমালোচকদের চোখে চোখ রেখে নিয়মিত জবাব দিতে দেখা যায় তাদের। এবার সোশ্যাল মিডিয়ায় আর্জেন্টিনা ভক্তের বক্তব্যের কড়া প্রতিবাদ জানালেন সেলেকাও তারকা রাফিনহা। 

 

ক্রীড়াভিত্তিক প্রভাবশালী স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়, ওই আর্জেন্টাইন ভক্ত বলেন, লিওনেল মেসিকে ঈশ্বরের চোখে দেখেন সমর্থকরা। আর ক্রিশিয়ানো রোনালদো রাজার দৃষ্টিতে দেখেন পর্তুগালের ভক্তরা।

 

পরিপ্রেক্ষিতে আক্ষেপ করে রাফিনহা বলেন, ব্রাজিলিয়ান সমর্থকরা আশা করেন, নেইমারের পা যেন ভেঙে যায়, কী দুঃখ। তিনি বলেন, নেইমারের সবচেয়ে বড় ভুল হচ্ছে ব্রাজিলে জন্মগ্রহণ করা। এদেশ তার প্রতিভা ও ফুটবলের যোগ্য নয়। ব্রাজিলিয়ানরা তা কাজে লাগাতে পারেনি। ফলে যথাযথ সম্মান পায় না সে। 

 

নেইমারকে নিয়ে রাফিনহার এই বক্তব্যকে সমর্থন দিয়েছেন অসংখ্য ফুটবলপ্রেমী। এর আগে ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী জাইর বলসোনারাকে সমর্থন দেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর