ঢাকা, ১৪ জানুয়ারি বুধবার, ২০২৬ || ৩০ পৌষ ১৪৩২
good-food
৮২৩

পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৮ ১২ ফেব্রুয়ারি ২০১৯  

পাকিস্তানের ওয়েবসাইটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার বিকেলে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকারকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক তারেক মোহাম্মদ।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তানের ওয়েবসাইটে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে শাহ ফয়সাল কাকারকে তলব করা হয়। তার হাতে একটি কূটনৈতিক পত্র দেয়া হয়েছে।

ভারপ্রাপ্ত হাইকমিশনার জানান, বাংলাদেশের প্রতিবাদের বিষয়টি ইসলামাবাদের কর্মকর্তাদের কাছে পৌঁছে দেয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি defence.pk নামের পাকিস্তানি ওয়েবসাইটে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। ওয়েবসাইটটি পাকিস্তান সরকার পরিচালনা করে।