পেসত্রয়ীর তোপ, বিধ্বস্ত আয়ারল্যাণ্ডকে হারিয়ে টাইগারদের সিরিজ জয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫৭ ২৩ মার্চ ২০২৩
জীবনের প্রথম ‘ফাইফার’ পাওয়ার পর যখন সাজঘরে ফিরছেন হাসান মাহমুদ। মুখে সেই একই হাসি। ব্যাকগ্রাউন্ডে দুজন লোককে বুঝতেও কষ্ট হওয়ার কথা না তার ওই ছবিটাতে।
একপাশে এবাদত হোসেন হাততালি দিচ্ছেন চওড়া হাসিকে সঙ্গী করে। আরেক পাশে দাঁড়ানো তাসকিন আহমেদ নাকমুখ ঢেকে আছেন হাত দিয়ে। অনুজের সাফল্যের দিনটা তো আসলে তাদেরও। হাসান মাহমুদ যেদিন পাঁচ উইকেট পেলেন প্রথমবার, সেদিন তো তারা কীর্তিও গড়েছেন একটি।
টেস্ট, টি-টোয়েন্টি অথবা ওয়ানডে; ফরম্যাট যেমনই হোক, বাংলাদেশের পেসাররা কখনোই নিতে পারেনি আট উইকেটের বেশি। আয়ারল্যান্ডের বিপক্ষে নিলো দশটি। ‘স্পিনারদের দেশে’ এখন অবধি এক অসাধ্য সাধনের মতোই ব্যাপার হয়তো এটি। হাসান মাহমুদদের এমন সাফল্যের ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য কোনো উইকেটই হারাতে হয়নি।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ২৮ ওভার ১ বল খেলে সব উইকেট হারিয়ে ১০১ রান করে আইরিশরা। জবাব দিতে নেমে ২২১ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। একইসঙ্গে প্রথমবারের মতো ১০ উইকেটে জয়ের কীর্তি গড়ে স্বাগতিকরা।
প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল, দ্বিতীয়টি বৃষ্টিতে হয় পরিত্যক্ত; সিরিজের ট্রফি তাই থাকছে স্বাগতিকদের কাছে। ১০২ রানের লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশ খেলেছে নিজেদের মতো করেই। একটি রেকর্ড অবশ্য ছোঁয়া হয়নি। ২০০৯ সালে জিম্বাবুয়েকে ৪৪ রানে অলআউট করেছিল বাংলাদেশ, সেদিন জয় এসেছিল ২২৯ বল হাতে রেখে। ওই রেকর্ড ভেঙে ফেলা সম্ভব হয়নি এদিন। কেননা জেতার সময় ২২১ বল হাতে ছিল বাংলাদেশের।
ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া অধিনায়ক তামিম ইকবাল ৫ চার ও ২ ছক্কার ইনিংসে ৪১ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। ৩৮ বলে হাফ সেঞ্চুরি ছুঁয়ে অপরাজিত থাকেন লিটন দাস। এতে আয়ারল্যান্ডকে একটি তেঁতো হারের স্বাদ দেয় বাংলাদেশ। প্রথমবারের মতো ওয়ানডেতে ১০ উইকেটে হারে আইরিশরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুর দিকে দেখেশুনেই খেলে আয়ারল্যান্ড। বৃষ্টিতে ঢেকে থাকা পিচে সুইং ছিল স্বাভাবিকভাবেই। বাংলাদেশ প্রথম সাফল্য পায় পঞ্চম ওভারে এসে। ২১ বলে কেবল ৮ রান করা স্টেফেন দোহানি উইকেটের পেছনে ক্যাচ দেন হাসান মাহমুদের বলে। পরের দুটি উইকেটও হাসানের।
নবম ওভারের প্রথম বলে এই পেসার ফেরান পল স্টার্লিংকে। এলবিডব্লিউ হওয়ার আগে আইরিশ উদ্বোধনী ব্যাটার ১২ বলে ৭ রান করে সাজঘরে ফেরত যান। ওই ওভারেই হাসান ফেরান হ্যারি টেক্টরকে। ৩ বল খেলে কোনো রান না করা এই ব্যাটারও হন এলবিডব্লিউ।
পরের ওভারেই আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে আউট করেন তাসকিন আহমেদ। ১ চারে ১৮ বলে ৬ রান করে তিনি ক্যাচ দেন প্রথম স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর হাতে। ২৬ রানেই চার উইকেট হারিয়ে ফেলা আয়ারল্যান্ডকে কক্ষপথে ফেরানো ছিল কঠিন এক কাজ।
ওই চেষ্টা করেন কার্টিস ক্যামফার ও লরকান টাকার। দুজন মিলে গড়ে তোলেন ৪২ রানের জুটি। কিন্তু এবারও আইরিশদের জন্য ধাক্কা হয়ে আসেন এক পেসারই। এবাদত হোসেন এলবিডব্লিউ করে ফেরান টাকারকে। সাজঘরে ফেরার আগে ৪ চারে ৩১ বলে ২৮ রান করেন তিনি।
এরপর অনেকটা সময় একাই লড়াই করেন কার্টিস ক্যামফার। নবম ব্যাটার হিসেবে আউট হন তিনি। হাসান মাহমুদের চতুর্থ শিকার হওয়ার আগে ৪ চারে ৪৮ বলে ৩৬ রান করেন ক্যামফার। ইনিংসের ২৭তম ওভারে এসে যখন আইরিশরা দলীয় সংগ্রহে তিন অঙ্ক স্পর্শ করে, ততক্ষণে ৯ উইকেট নেই তাদের।
শতরান ছাড়িয়ে যাওয়ার একটু পরই সফরকারীদের কফিনে শেষ পেরেক ঠুকিয়ে দেন হাসান। ১৯ বলে ৩ রান করা গ্রাহামকে ফেরান এলবিডব্লিউ করে। এতে একটি রেকর্ডেও নাম লেখায় ম্যাচটি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণ মিলিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের পেসাররা নিলেন প্রতিপক্ষের ১০ উইকেট।
৮ ওভার ১ বল হাত ঘুরিয়ে ১ মেডেনসহ হাসান মাহমুদ ৩২ রান দিয়ে পাঁচ উইকেট পান। এর বাইরে তাসকিন ১০ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট ও এবাদত হোসেন ৪ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। স্পিনারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ১ ওভারে ৩ ও নাসুম ৩ ওভারে ১১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। বোলিং করেননি সাকিব আল হাসান।
- ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আসছে সাবস্ক্রিপশন সুবিধা
- কাঁচাবাজারে কখন যাবেন?
- প্লেব্যাক ছাড়ার ঘোষণা দিলেন অরিজিৎ
- আইসিসি থেকে সুখবর পেলেন মোস্তাফিজ
- এনটিআরসিএ শিক্ষক নিয়োগ: ১১ হাজার ৭১৩ জনকে সুপারিশ
- ভোটের সবকিছু জেনে গেলেন মার্কিন রাষ্ট্রদূত: ইসি সচিব
- এই নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত
- ভোটের দিন চলবে না ট্রাক-মাইক্রোবাস, ৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল
- পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি
- যেসব প্রাণী কামড় দিলে জলাতঙ্ক টিকা দিতে হয়
- মৌসুমীর সঙ্গে বিচ্ছেদের খবরে বিরক্ত ওমর সানী
- বাংলাদেশ বাদ: আইসিসির কঠোর সমালোচনায় পাকিস্তান কিংবদন্তি
- পাটওয়ারীর ওপর হামলা নিয়ে মির্জা আব্বাস, ‘ঝগড়ার প্রয়োজন নেই’
- নির্বাচন: ৩ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- ধানের শীষের ২৯২ প্রার্থীর ২৩৭ জনই স্নাতক
- তারেক, শফিকুর, নাহিদ ও জারা: ফেসবুকে বেশি অনুসারী কার?
- ডায়াবেটিসে মধু খাওয়া যাবে কি?
- দেশ ছাড়েননি বুলবুল, আছেন বিসিবিতেই
- ফের বাবা হচ্ছেন শাকিব, শুনে অবাক অপু
- নির্বাচনে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষ ভূমিকার নির্দেশনা ইউনূসের
- দিল্লিতে হাসিনার বক্তব্য গণতান্ত্রিক উত্তরণে হুমকি
- ক্ষুধা লাগলে মেজাজ কেন খিটখিটে হয়?
- স্পটে কোনায় বসে আহমেদ শরীফের শুটিং দেখতেন রাজীব
- বিসিবিরি অর্থ কমিটিতে ফিরলেন বিতর্কিত পরিচালক নাজমুল
- চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশে ১৮ মাইক চুরি
- বাংলাদেশসহ দেশে দেশে যেভাবে ভোটাধিকার পান নারী
- ৪৮তম বিসিএস থেকে ৩,২৬৩ জনকে নিয়োগের প্রজ্ঞাপন
- আপনার দাঁতের ক্ষতি করছে দৈনন্দিন ৫ অভ্যাস
- ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে
- ‘ভোট গণনায় বিলম্ব’ বক্তব্যে জনমনে সন্দেহ জেগেছে: যুক্তফ্রন্ট
- তারেক, শফিকুর, নাহিদ ও জারা: ফেসবুকে বেশি অনুসারী কার?
- সন্তান দেখতে কার মতো হবে তা ঠিক হয় কীভাবে?
- ফুলকপি বাঁধাকপি আর ব্রোকলি কি একই?
- আপনার দাঁতের ক্ষতি করছে দৈনন্দিন ৫ অভ্যাস
- ৪৮তম বিসিএস থেকে ৩,২৬৩ জনকে নিয়োগের প্রজ্ঞাপন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯২৬৫
- চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশে ১৮ মাইক চুরি
- বিদ্রোহী ৫৯ প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি
- নতুন পে স্কেলে দারুণ চমক
- নবম পে-স্কেলে চাকরিজীবীদের সন্তানদের জন্য সুখবর
- নির্বাচনি প্রচার শুরু: প্রার্থীরা যা করতে পারবেন, যা পারবেন না
- ফের আইসিসিকে চিঠি বিসিবির, যে অনুরোধ জানালো
- চিত্রনায়ক জাভেদ আর নেই
- দিল্লিতে হাসিনার বক্তব্য গণতান্ত্রিক উত্তরণে হুমকি
- নির্বাচন: ৩ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- কারচুপি নিয়ে হুঁশিয়ারি দিলেন রুমিন ফারহানা
- ‘ভোট গণনায় বিলম্ব’ বক্তব্যে জনমনে সন্দেহ জেগেছে: যুক্তফ্রন্ট
- অমিতাভের বাড়িতে ঢোকা নিষেধ
- রিচি সোলায়মানকে কেন ‘মুরগি মুন্নী’ ডাকা হয়
- স্পটে কোনায় বসে আহমেদ শরীফের শুটিং দেখতেন রাজীব
















