ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
১৯৩

বাংলাদেশকে ধন্যবাদ জানালেন আর্জেন্টিনা কোচ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৩২ ৩ ডিসেম্বর ২০২২  

বিশ্বকাপে অংশ না নিয়েও বিশ্ব-গণমাধ্যমের নজর কেড়েছে বাংলাদেশ। ফিফার প্রসংশাও কুড়াচ্ছেন এদেশের সমর্থকরা। বাংলাদেশি ভক্ত-সমর্থকদের উন্মাদনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়মিত সংবাদ প্রচারও হচ্ছে।


আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে মেসির গোল উদযাপনের ভিডিও শেয়ার করে বিষয়টি সবার নজরে আনে ফিফা। এরপর একে একে বিদেশি গণমাধ্যম, আর্জেন্টিনা ক্লাব ফুটবল এবং পরবর্তীতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অফিসিয়াল টুইটারে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার বিষয়টি বিশ্ববাসীকে জানায়।

 

এবার বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানালেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। শুক্রবার (২ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নামবে লিওনেল মেসিরা। এর আগে সংবাদ সম্মেলনে তাদের ধন্যবাদ জানান তিনি।

 

সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে আর্জেন্টিনার সাংবাদিক করোল দিয়েগো প্রশ্ন করেন, সারা বিশ্বে সমর্থন, বিশেষ করে বাংলাদেশের ভালোবাসার বিষয়টি আর্জেন্টিনার খেলােয়াড়দের কতটুকু অনুপ্রেরণা জোগায়। 

 

ডি স্পোর্টস রেডিওতে কর্মরত এই সাংবাদিকের প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, এসব জেনে তো খুবই ভালো লাগে। দিয়োগোর (ম্যারাডোনা) অসংখ্য সমর্থক রয়েছে। এখন মেসিরও আছে। তাদের মাধ্যমে আর্জেন্টিনাকে ভালোবাসে অনেক দেশ, বাংলাদেশ এর মধ্যে অন্যতম। 

 

এতদূর থেকে ভালোবাসা পাওয়াটা দারুণ অনুভূতি আর্জেন্টিনা দলের জন্য। এই অনুভূতি আর্জেন্টিনার কোচ ব্যক্ত করলেন ঠিক এভাবে, ‌এটা আসলেই দারুণ এক অনুভূতি। আমাদের ফুটবল বিশ্বের নানা প্রান্তের মানুষ ভালোবাসে। বাংলাদেশকে ধন্যবাদ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর