ঢাকা, ০৯ মে শুক্রবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food
১৫০

বিশ্বকাপ ফুটবল: জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়লো জাপান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪২ ২৩ নভেম্বর ২০২২  

এক কথায় অবিশ্বাস্য! অসাধারণ! জাপানের কাছে ধরাশায়ী হলো বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি। বুধবার কাতার বিশ্বকাপ ফুটবলে এশিয়ার আন্ডারডগ  জাপান জার্মানিকে ২-১ গোলে পরাজিত করে দ্বিতীয় অঘটন ঘটিয়ে দিলো।  

 

খেলার শুরুতে জাপানিরা আক্রমনাত্মক খেলে জার্মানির জালে বল পাঠালেও রেফারী অফসাইড দিয়ে বাতিল করে দেয়। এরপর দ্বিতীয়ার্ধের ৭৪তম মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে জার্মানি। 

 

তবে ম্যাচে জাপান কামব্যাক করতে কাতার বিশ্বকাপে  চমকের ডালি নিয়ে হাজির হয়। আট মিনিটের ব্যবধানে দুটি গোল আদায় করে নিয়েছে জাপান। দুটি গোলই করেছেন বদলি দুই খেলোয়াড়। আর এতেই ইতিহাস হয়ে গেলো। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে মাঠ ছাড়লো জাপান। গোল করে জয়ের নায়ক রিতসু দুয়ানে, তাকুমা আসানো। অবশ্য জাপানের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গোলরক্ষক শুইচি গোন্ডা। 

 

আজকের ম্যাচে মোট ৮টি সেভ করেছেন দক্ষ এই গোলকিপার। বিশ্বকাপে জাপানিজ কোনো গোলরক্ষকের পক্ষে যা দ্বিতীয় সর্বোচ্চ সেভ।এর মধ্যে ৮ সেভের ৪টিই ছিল ডিবক্সের ভেতর থেকে।

 

মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে ঠিক একইভাবে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে সৌদি আরব। এশিয়ান দলের বিপক্ষে দুই দিনে দুই পরাশক্তির হার। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ঘটলো এমন ঘটনা।

 

আর জার্মানি বিশ্বকাপে টানা দুই ম্যাচে হারলো এশিয়ান দলের কাছে। গত আসরে শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল তারা।

 

ইলকাই গন্ডোয়ানের গোলে প্রথমার্ধে জাপানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে ছিল জার্মানি। তবে বদলি নামা খেলোয়াড় রিতসু দুয়ানের গোলে ৭৫তম মিনিটে সমতায় ফেরে এশিয়ান জায়ান্টরা। আর ৮৩তম মিনিটে জাপানকে এগিয়ে দেন আরেক বদলি খেলোয়াড় তাকুমা আসানো।

 

পরে রিতসু দুয়ানে-তাকুমা আসানোরা জাপানের ফুটবল ইতিহাসের সেরা জয়টা উপহার দিলেন। বিশ্বকাপে শিরোপা জয়ী কোনো দলের বিপক্ষে এটি জাপানের প্রথম জয়। এর আগে ২০০২ সালে রাশিয়া ও তিউনিশিয়া, ২০১০ সালে ক্যামেরুন ও ডেনমার্ক এবং গত আসরে কলম্বিয়ার বিপক্ষে জিতেছিল দলটি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর