ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
২৮০

‘বেশরম রং’-এ অন্য এক শাহরুখ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২৫ ১৩ ডিসেম্বর ২০২২  

শাহরুখ খান ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল ‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং’। গানে তার সঙ্গী দীপিকা। ‘পাঠান’ নিয়ে চর্চা চতুর্দিকে। ৪ বছর পর পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ।

হামে তো লুট লিয়া ইশকওয়ালো নে..’, গানের কথায় সমুদ্রের মাঝে ইয়টের মধ্যে শাহরুখের সঙ্গে ভরপুর রোম্যান্সে মজে দীপিকা। অভিনেত্রীকে একাধিক সুইমস্যুট পরে একেবারে বোল্ড অবতারে দেখা গেছে।

 

আর কখনও বুকখোলা শার্ট আবার কখনও শার্টলেস অবতারে নিজের খাঁজকাটা এইট প্যাক অ্যাবস শো-অফ করছেন শাহরুখ। বছর ৫৭-র অভিনেতার এই ফিজিক্স দেখে রীতিমতো হতবাক নেটিজেনরা।

 

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’। এর আগে প্রকাশ্যে এসেছে এ সিনেমার প্রথম গান ‘বেশরম রং’।

 

‘বেশরম রং’-এ মিউজিক দিয়েছেন বিশাল ও শেখর। গানের কথা লিখেছেন কুমার। কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও, ক্যারালিসা মন্টিরো, বিশাল ও শেখর। স্প্যানিশ লিরিক্সে বিশাল দাদলানি।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর