ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
২৯৭

ভাঙাচোরা দল নিয়ে আসা বাংলাদেশ পাচ্ছে সিরিজ জয়ের গন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৭ ৭ নভেম্বর ২০১৯  

প্রথম ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ। রাজকোটে জিতলেই টি টোয়েন্টি সিরিজ জিতে নেবে মাহমুদউল্লাহ বাহিনী।
ভাঙাচোরা দল নিয়ে ভারত সফরে এসেছে টাইগাররা। সিরিজের বল গড়ানোর আগে সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে আইসিসি। ইনজুরির কারণে নেই তারকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তামিম ইকবালও ব্যক্তিগত কারণে আসেননি। অথচ এ দলই প্রথম ম্যাচে সবাইকে চমকে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে।
দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক বলেন, সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। লাল-সবুজ জার্সিধারীরা এখন সিরিজ জয়ের গন্ধ পাচ্ছেন। ভারতে খেলতে এসে সিরিজ জেতার এরকম সুযোগ আর পাবে না বাংলাদেশ। 
মাহমুদউল্লাহ বলেন, প্রথম ম্যাচ জেতার ফলে আমরা এগিয়ে থেকেই এ ম্যাচ খেলতে নামছি। আমাদের সামনে সিরিজ জেতার দারুণ সুযোগ রয়েছে। ছেলেরাও তেতে রয়েছে। 
টি টোয়েন্টি ক্রিকেটে সাফল্য পেতে হলে কী দরকার? তিনি বলেন, টি টোয়েন্টি ফরম্যাটে উইকেটের চরিত্র বুঝে খেলা দরকার। ঠিকমতো ফিল্ডিং সাজাতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া প্রয়োজন।
কোটলায় ভারতের ব্যাটসম্যানরা প্রথমে ব্যাট করে নিজেদের ঠিকমতো প্রয়োগ করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারের শেষে ভারত তোলে ১৪৮ রান। রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। 
রাজকোটের পিচে কি বড় রান হবে? মাহমুদউল্লাহ বলেন, ট্র্যাক রেকর্ড থেকে দেখেছি, রাজকোটের উইকেটে ব্যাট করা সুবিধাজনক। আশা করি, ১৭০-এর বেশি রান হবে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর