ঢাকা, ৩১ আগস্ট রোববার, ২০২৫ || ১৫ ভাদ্র ১৪৩২
good-food
৮৪৪

মাইক্রোবাস খাদে, নিহত ৪

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৭ ২০ জানুয়ারি ২০১৯  

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন।

রোববার ভোরে সোনারগাঁওয়ের বৈরাবরটেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. শহীদুল্লাহ মোক্তার (৫০), মো. মোমেন (৫৫), মো. রাজু (৪৫) ও মো. রিপন (৩৫)।  

সবার বাড়ি আড়াইহাজার উপজেলায়।

এ ঘটনায় গুরুতর আহত আরিফুর রহমান রবিনকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম জানান, ঘন কুয়াশার কারণে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

তিনি জানান, ধারণা করা হচ্ছে-মাইক্রোবাসের সবাই মাদকসক্ত ছিলেন। পুলিশকে না জানিয়েই লাশ বাড়ি নিয়ে গেছেন স্বজনেরা।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর