ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৩ ভাদ্র ১৪৩২
good-food
২৭৯

মুক্তি পেলো ‘রোহিঙ্গা’

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:৫৭ ২১ অক্টোবর ২০২২  

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের ক্যারিয়ারের পঞ্চম সিনেমা রোহিঙ্গা। দীর্ঘ চার বছর পর শুক্রবার (২১ অক্টোবর) সিনেমাটি মুক্তি পাচ্ছে।

 

ডায়মন্ড টেকনাফে ক্যাম্পসহ আশপাশের এলাকায় ‘রোহিঙ্গা’ সিনেমার নির্মাণ কাজ শুরু করেন ২০১৭ সালে। করোনা মহামারী ও নানা কারণে সিনেমাটি দীর্ঘদিন বাক্সবন্দী ছিল।

 

মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতন, দমন-পীড়ন, হত্যা, ধর্ষণ ইত্যাদির শিকার হয়ে আশপাশের দেশগুলোতে আশ্রয় নেয়া রাষ্ট্রহীন একটি জাতিগোষ্ঠীর মানবেতর জীবনযাপনের গল্পই সেলুলয়েডে তুলে এনেছেন পরিচালক। 

 

এই সিনেমার কেন্দ্রীয় নারী আছিয়ার নাম চরিত্রে অভিনয় করেছেন আরশি হোসেন। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর আয়াজ অনি, সাগর, বৃষ্টি, তানজিদ, শাকিবা, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানি মিন্টু প্রমুখ।

 

ডায়মন্ড বলেন, গত বেশ ক'মাস বাংলা চলচ্চিত্রের সুসময় বইছে। দর্শকরা ভালো সিনেমা দেখতে হলমুখী হয়েছেন। আশা করছি, 'রোহিঙ্গা' সিনেমা দর্শকদের বিমুখ করবে না। 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর