ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৯৩৯

মেসি জাদুতে বিশ্বকাপে টিকে থাকল আর্জেন্টিনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৩:২৩ ২৭ নভেম্বর ২০২২  

অঘটন দিয়েই শুরু হয় আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ মিশন। সৌদি আরবের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে দারুণ চাপে পড়ে দলটি। ফলে নকআউট পর্বে যেতে জয়ের বিকল্প ছিল না লিওনেল মেসিদের সামনে। এমন সমীকরণে মেক্সিকোর মুখোমুখি হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়েছে তারা।

 

আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন মেসি এবং দ্বিতীয় গোল আসে এনজো ফার্নান্দেজের পা থেকে। শেষ পর্যন্ত ২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। এই জয়ে নকআউট পর্বের লড়াইয়ে টিকে রইল তারা।পোল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটা জিতলেই পরের রাউন্ড নিশ্চিত হবে লিওনেল স্কালোনির শিষ্যদের। তবে ওই ম্যাচটা ড্র করলেও সুযোগ থাকবে তাদের।

 

ম্যাচের প্রথমার্ধের গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট অতিবাহিত হলেও গোল পাচ্ছিল না দুই দল। এরপরেই আর্জেন্টিনার জন্য যেন ঈশ্বর প্রদত্ত ত্রাতা হয়ে আবির্ভাব হন মেসির। বাঁ পায়ের জাদুকরী ছোঁয়ায় আর্জেন্টিনাকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি। 

 

ম্যাচের ৬৪ মিনিটে ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি৷ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ২১ ম্যাচে ৮ গোল করলেন তিনি। আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনাও ২১ ম্যাচে করেছেন ৮ গোল।

 

ম্যাচের ৮৭ মিনিটে মেসির পাস ধরে দ্বিতীয় গোল করেন ফার্নান্দেজ। এতে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন তারা। এক জয় ও এক পরাজয়ে আর্জেন্টিনার পয়েন্ট ৩। এখন সামনের ম্যাচে দেখার অপেক্ষা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর