ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
৬৭৯

রাজধানীতে বৈশাখী ঝড়ে ৩ জন নিহত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:০০ ৩১ মার্চ ২০১৯  

হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাসহ মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। রাজধানীতে ক্ষণিকের এই ঝড়েই ইট পড়ে ও গাছ ভেঙে ৩জন মারা গেছে । সন্ধ্যায় শুরু হওয়া কয়েক মিনিটের ঝড়ে রাজধানীর বিভিন্ন জায়গায় উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটিও।

 শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম  জানান, সংসদ ভবনের পেছনে চন্দ্রিমা উদ্যানের সড়কে গাছ ভেঙে পড়ে এক নারী মারা গেছেন। নিহত ওই নারীর নাম মিলি ডি কস্তা (৬০)। মনিপুরী পাড়ায় থাকতেন। সন্ধ্যায় হাঁটতে বের হওয়ার পর ঝড়ের কবলে পড়েন তিনি।

ওসি জানান, খবর পেয়ে আদাবর থানা পুলিশ  ওই নারীকে  সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

অন্যদিকে ঝড়ের সময় রাজধানীর পল্টনে একটি ভবন থেকে বেশ কয়েকটি ইট পড়ে চা দোকানদার হানিফ মিয়া (৩৫) গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সন্ধ্যা ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হানিফ মিয়া বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আব্দুল লতিফ সরকারের ছেলে। বর্তমানে ঢাকার মুগদা এলাকায় স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন তিনি। নিহতের খালাতো ভাই রুবেল সাংবাদিকদের জানান, পল্টন মল্লিক কমপ্লেক্সের নিচে ফুটপাতে চায়ের দোকান করতেন হানিফ।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর