ঢাকা, ০৮ নভেম্বর শনিবার, ২০২৫ || ২৪ কার্তিক ১৪৩২
good-food
৭২৯

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিকেলে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫৫ ৩ জানুয়ারি ২০১৯  

পুরনো ছবি

পুরনো ছবি

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় রাষ্ট্রপ্রধানের সঙ্গে এ সৌজন্য সাক্ষাতের সূচি রয়েছে বলে জানা গেছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ দেয়ার এখতিয়ার রাষ্ট্রপ্রধানের। সে জন্য কিছু আনুষ্ঠানিকতা রয়েছে।

একাদশ সংসদ নির্বাচনে জয়ের পর আজ সকালে শপথ নেন শেখ হাসিনাসহ নবনির্বাচিত ২৯১ এমপি। তবে আজ শপথ নেননি বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সাতজন সাংসদ।

গত ৩০ ডিসেম্বর রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার এটাই হবে প্রথম সাক্ষাৎ। এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সর্বশেষ বঙ্গভবনে গিয়েছিলেন তিনি।