ঢাকা, ৩১ আগস্ট রোববার, ২০২৫ || ১৫ ভাদ্র ১৪৩২
good-food
১০৯৬

রোগি দেখতে গিয়ে লাশ হলেন পরিবারের ৬ সদস্যসহ ৭ জন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:২৭ ২৩ জানুয়ারি ২০১৯  

হাসপাতালে চিকিৎসাধীন এক ছাত্রলীগ নেতাকে দেখতে যাবার পথে সড়ক দুর্ঘটনায় লাশ হল তার পরিবারের ৬ সদস্যসহ সাতজন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে  লক্ষ্মীপুরে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক শাহজাহান খান জানান, বুধবার ভোর ৫টার দিকে রতনপুর এলাকায় ঢাকা-রায়পুর মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ওই সাত আরোহীর মৃত্যু হয়।

নিহতরা হলেন : চন্দ্রগঞ্জ বসুদুহিতা এলাকার ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদ অন্তরের বাবা শাহ আলম, মা নাসিমা আক্তার, অন্তরের নানী শামছুন্নাহার, খালা রোকেয়া ও তার ছেলে রুবেল, অন্তরের ৮ বছর বয়সী ভাই অমিত এবং অটোরিকশা চালক নূর হোসেন সোহাগ।

 

 স্বজনরা জানান, ছাত্রলীগ নেতা অন্তরকে মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের সাদারঘর এলাকায় পিটিয়ে আহত করে ‘দুর্বৃত্তরা’। রাতেই তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের সদস্যরা খুব ভোরে একটি অটোরিকশা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।

 

হাইওয়ে পুলিশের পরিদর্শক শাহজাহান বলেন, কুয়াশার মধ্যে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামগামী একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ সবাই ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটিও উল্টে যায়।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর