ঢাকা, ০৫ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২০ ভাদ্র ১৪৩২
good-food
৪৬০

লিটন সৌম্য মুশফিককে বাদ দিয়ে দল ঘোষণা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৮ ১৬ নভেম্বর ২০২১  

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের ব্যর্থতায় ১৬ সদস্যের দলে লিটন দাস ও সৌম্য সরকার  রুবেল হোসেনের জায়গা হয়নি। তবে ইনজুরি থাকায় সাকিব আল হাসান ও সাইফউদ্দিন দলে রাখা হয়নি।

দলে  নতুন মুখ হিসেবে  বেশ কয়েকজন জায়গা পেয়েছেন। নতুন হিসেবে দলে ডাক পেয়েছেন সাইফ হাসান, আকবর আলী, ইয়াসির আলী রাব্বি, শহিদুল ইসলাম। এ ছাড়া দলে ডাক পেয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব ও নাজমুল হোসেন শান্ত। এদের মধ্যে নতুন স্কোয়াডে চমক হিসেবে থাকছেন আকবর আলী।

 মঙ্গলবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। 

স্কোয়াড : মোহাম্মদ নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর