ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
১৫৫

শহীদ মিনারে নেয়া হবে ফারুকের মরদেহ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৭ ১৫ মে ২০২৩  

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ মঙ্গলবার (১৬ মে) সিঙ্গাপুর থেকে দেশে আসবে। এরপর সর্বস্তরের মানুষের  শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে মরদেহ। সেখানে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হবে তাকে।
 

ফারুকের খালাতো ভাই আগা খান মিন্টু  জানান, মরদেহ দেশে পৌঁছাবার পর বেলা ১১টায় শহীদ মিনারে নেয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ২টায় এফডিসিতে মরদেহ নেয়া হবে।

 
পরে গুলশানের আজাদ মসজিদে বাদ আসর জানাজা শেষে গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
 
আগা খান বলেন, ফারুকের ইচ্ছানুযায়ী পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
 
 
উল্লেখ্য, সোমবার (১৫ মে)  সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় চিত্রনায়ক  ফারুক মারা যান।
 

বীর মুক্তিযোদ্ধা জনপ্রিয়  চিত্রনায়ক ফারুক প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

 

২০১৬ সালে চলচ্চিত্রে আজীবন সম্মাননা অর্জন করেন এ অভিনেতা। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে তিনি সবচেয়ে সফল ও সেরা নায়কদের একজন হিসেবে স্বীকৃত।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর